চট্টগ্রামে পাঞ্জাবি জগতের নামকরা প্রতিষ্ঠান ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’। একইভাবে নামিদামি পোশাক প্রতিষ্ঠানের তালিকায় থাকবে ‘পরীস্থান’। রমজানে এই দুই প্রতিষ্ঠানে থাকে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতাদের এই বিশ্বাসকে পুঁজি করেই প্রতারণা করে আসছে সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরীস্থান। এবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল তাদের জালিয়াতি।
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণের বিষয়ে দুদকের চিঠি
কক্সবাজারে সমন্বয়কের বাবাকে হত্যা, বিচারের দাবি এনসিপির
বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগায় সেলিম পাঞ্জাবি মিউজিয়াম। একই কাজ করে পরীস্থানও। মূলত বাড়তি টাকা হাতিয়ে নিতেই ক্রেতাদের সঙ্গে এমন জালিয়াতি করে চলেছে প্রতিষ্ঠান দুটি।
শনিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে নগরের রিয়াজুদ্দিন বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে তাদের এ জালিয়াতি। অভিযানের সময় দেশি-বিদেশি কোনোরকম ক্রয় ভাউচার দেখাতে পারেনি সেলিম পাঞ্জাবি মিউজিয়াম কিংবা পরীস্থান।
দেশের পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগানোয় বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে প্রতিষ্ঠান দুটিকে। এর মধ্যে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে। অপরদিকে, পরীস্থানকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা।
এদিকে অভিযানে জরিমানা গুণেছে পুরবী ফুডস এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টও। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদহীন দইয়ের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, রিয়াজউদ্দিন বাজারে আজ তদারকি কার্যক্রম চালানো হয়েছে। এ সময় দেশি পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি, দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার না রাখাসহ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে পরীস্থানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পুরবী ফুডস এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে। আজকের কার্যক্রমে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।