মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি:
সড়কে প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর, একজনের অবস্থা আশঙ্কাজনক
After shooting a colleague in the chest, Kawsar sat on the sidewalk and listened to music
হঠাৎ করেই বাড়ল ট্রেনের ভাড়া
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মো: আনিছ (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৬ মার্চ রোববার ভোর ৬টার দিক উপজেলার পলাশিকুড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আনিচ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) শাজাহান, মেহেদী হাসান, মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে নির্মাণধীন হযরত মেম্বারের বাড়ির সম্মুখ পাকা সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিছকে আটক করে। পরে তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি।