লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয় । এ নিয়ে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার দহগ্রাম সর্দার পাড়া সীমান্তে আবারও শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি তা বাধা প্রদান করলে কাজ বন্ধ রাখে বিএসএফ।
জাতীয় Read more from
ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের তিন ভাগের এক ভাগ সরকারি চাকরিজীবী
নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
স্থানীয়রা জানায়, দহগ্রাম সর্দার পাড়া সীমান্তে ভারত–বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে সোমবার সকাল থেকে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করতে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দিলে এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে।
এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ভারতীয় বিএসএফ কয়েকদিন পর পর জিরো লাইনে এসে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে আমরা সীমান্তবাসী সবসময় আতঙ্কে থাকি। নিজের জমিতে যেতে ভয় পাই।