গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৬ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জাতীয় Read more from
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির দুই শিক্ষার্থী
ঢাবির বহিষ্কৃতদের তালিকায় নেই ‘চিহ্নিত’ হামলাকারীদের নাম, শিক্ষার্থীদের ক্ষোভ
এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিলো ৩৮৫ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ৮৩৯ টাকা এবং বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লক্ষ ৫ হাজার ৭৫ টাকা। দুদকের আবেদন সূত্রে এই তথ্য জানা যায়। এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান।
আবেদনে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক উক্ত অর্থের উৎস আড়াল করার নিমিত্তে তার, তার স্ত্রী ও তার তিন মেয়ের নামীয় ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন করাসহ অবৈধ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে মানিলন্ডারিং করারসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়।