মোঃ আলমগীর হোসেন নওগাঁ প্রতিনিধি :
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নেতৃত্বে নওগাঁয় চলছে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার অভিযান।নওগাঁ সদরে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।সঙ্গে করা হয়েছে অর্থদন্ডও।
Pakistani kills friend over orange juice during iftar
অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়, নাম ‘গ্রামীণ ইউনিভার্সিটি’
Khaleda Zia's family's request for permission to undergo treatment abroad
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ২ ঘন্টা সদর উপজেলার শিকার পুরের গোয়ালী এলাকায় মেসার্স সরাইল ব্রিকসে অভিযান চালানো হয়। এছাড়াও ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার। এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।