ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতে নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই বর্বরতাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য দাবি করেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। তিনি বলেন, ‘ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না।’ তিনি আরও বলেন, ‘যত বেশি অপরাধমূলক কাজ করবে, তত বেশি তারা নিজেদের কাপুরুষ হিসেবে প্রকাশ করবে।’
জাতীয় Read more from
শুকরের বাচ্চা নিয়ে মারামারিতে বিএনপির দুই নেতা হাসপাতালে
AC sales increased three times during intense heat
প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পরিবার পেল লাশ
প্রিয়াঙ্কা গান্ধী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, ‘ইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।’