Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

শেরপুরে বিদ্যুতের ফাঁদ পেতে হাতি হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫, ০৫:৫২ পিএম
Bangla Today News

 

মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে দেয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের মধুটিলা এরিয়া পূর্ব সমশ্চূড়া গ্রামে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এই ঘটনায় ওই জমির মালিক জিয়াউর রহমান জিয়া(৩৫ ) নামের কৃষককে আটক করেছে বনবিভাগ ও থানা  পুলিশ।

স্থানীয়রা জানান, শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রতি রাতেই খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্য হাতির পাল। এতে ফসলের জমি বাঁচাতে কৃষকরা বিভিন্নভাবে হাতি তাড়ানোর চেষ্টা করেন।

বৃহস্পতিবার রাত দশটার  দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল পূর্ব সমশ্চূড়া  পাহাড়ের  এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়

মধুটিলা রেঞ্জের রেঞ্জ অফিসার দেওয়ান আলী  বৈদ্যুতিক তার দিয়ে হাতির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন,হাতি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।হাতির ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া  নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

Leave a comment