মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় গত ২০ মার্চ এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক এবং ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি, তিনি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।
রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২১১
বাঘায় শাশুড়ীকে গলা টিপে হত্যা, আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫
৫ আগস্টের লুট হওয়া অস্ত্র বিক্রি: পুলিশ কনস্টেবলসহ ৬ জন গ্রেফতার
আহসান খান যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। ১৯৯২ সালে তিনি প্রাণ-আরএফএল গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং দক্ষ নেতৃত্ব প্রদান করেন। বর্তমানে, তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।