Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০১:০৬ এএম
Bangla Today News

গত কয়েক দিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর।

রবিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গণ অধিকার পরিষদের দোয়া ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে সকলের মাঝে যে ঐক্য ছিল তা যেন আরো সুদৃঢ় হয়।যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থায় আছেন তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোন কথা বলবেন না ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি করে দেবে। এসময় তিনি দেশের কোন বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান। এ প্রতিষ্ঠানগুলো আমাদের সকলের এগুলোর সুনাম নষ্ট করা যাবে না।

ক্ষমতায় গেলে ও এই প্রতিষ্ঠানগুলো আমাদেরই কাজে লাগবে। এবং অন্তত আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

ইফতারে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment