দেশকে অস্থিতিশীল ও বিপদে ফেলার জন্য একটি সুচতুর চক্রান্ত শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মানে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার উদ্দেশ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
রাজস্থলীতে লংগুদু পূর্ণবাসন বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ ঞানোত্তারা মহাথেরো অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন
খুলনায় সরকারি ক্যান্টিনে পচা-বাঁশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন।
রাবিপ্রবিতে ৫২, ৭১ ও ২৪ এর শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
তিনি আরো বলেন, এসব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং দেশের মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।