ইন্ডিয়া টুডের ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে’ শীর্ষক প্রতিবেদনটি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সেনাবাহিনী জানায়, প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই। এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর একটি অপচেষ্টা। ‘আসন্ন অভ্যুত্থান’ সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও লঙ্ঘন করেছে।
Cyclone may hit in this month
A gust of 60 kmph is forecast in the districts by 1 am
গণহত্যা দিবস: আজ অন্ধকারে থাকবে দেশ
প্রতিবাদবার্তায় আরও বলা হয়, ইন্ডিয়া টুডে এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। ইতিপূর্বে, ১১ মার্চ ২০২৫ তারিখেও সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, যা তখনই প্রত্যাখ্যান করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে এবং ভিত্তিহীন ও উসকানিমূলক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।