ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের কাজের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। যার ফলে, কমিশনগুলো এখন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা আলাদা সরকারি আদেশ জারি করা হয়। এই পাঁচটি কমিশন হলো স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার এবং গণমাধ্যম সংস্কার কমিশন।
Cyclone may hit in this month
A gust of 60 kmph is forecast in the districts by 1 am
গণহত্যা দিবস: আজ অন্ধকারে থাকবে দেশ
সরকারি আদেশে বলা হয়েছে, সংস্কার কমিশনগুলোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
জানা গেছে, এই পাঁচটি সংস্কার কমিশনের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গত ২২ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
এর আগে, সরকার গত ১৮ ফেব্রুয়ারি এই পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল। তবে, সেই মেয়াদ শেষ হওয়ার চার দিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।
উল্লেখ্য, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য গত বছরের নভেম্বরে এই পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।