Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ ভাস্কর্য

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ০১:৩৫ এএম
Bangla Today News

চলতি বছর পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় একটি বিশেষ সংযোজন হতে চলেছে। গত বছর জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে রংপুরে সংঘটিত ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ ভাস্কর্য শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে। ভাস্কর্যটিতে সাঈদের দুই হাত প্রসারিত ও বুক টান করে দাঁড়ানোর দৃশ্য ফুটিয়ে তোলা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চারটি বড় আকারের ভাস্কর্য শোভাযাত্রায় স্থান পাবে, যার মধ্যে আবু সাঈদের ভাস্কর্যটি অন্যতম।

সম্প্রতি বাংলা নববর্ষের উদযাপন কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার চৈত্র সংক্রান্তি ও নববর্ষ মিলিয়ে দুই দিনব্যাপী উৎসব পালিত হবে এবং এই আয়োজনে অন্যান্য জাতিগোষ্ঠীর শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন। এর ফলে, এবারের উদযাপন আগের তুলনায় আরও বৃহৎ ও বর্ণিল হবে।

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনার বিষয়ে ফারুকী বলেন, "নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাকে 'মিসকোট' করে প্রচার করা হয়েছে।" ডিন অধ্যাপক আজাহার ইসলাম শেখও একই কথা জানান এবং বলেন, "আজকের সভায় প্রতিপাদ্য চূড়ান্ত হয়েছে এবং এ বিষয়ে কমিটি ও উপকমিটি গঠনের কাজ চলছে।"

প্রসঙ্গত, ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, যা পরে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত হয়। ২০১৬ সালে ইউনেসকো এই শোভাযাত্রাকে 'বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকাভুক্ত করে।

উল্লেখ্য, সম্প্রতি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের একটি গুঞ্জন শোনা গেলেও, আজকের বৈঠক শেষে আয়োজকরা জানান যে, নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

Leave a comment