সাভারের কেপিজে হাসপাতাল থেকে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত ১০টার পরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিমকে দেখতে হাসপাতালে যান।
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাঁর মানসিক শক্তি দেখে আমি আশাবাদী। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁরা এখন স্বস্তিতে আছেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে দেখছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।"
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল!
আমরা ইসরায়েলি কোম্পানি নই : বাটা
নকলায় নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় শিক্ষার্থীরা
এর আগে রাত ৮টা ৩৭ মিনিটে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। তাঁকে হাসপাতালের সিসিইউ বিভাগে রাখা হয়েছে। কেপিজে হাসপাতালের মতো ঢাকার এই হাসপাতালেও তামিমের শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমিয়েছেন।
ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও তামিমকে দেখতে হাসপাতালে যান। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভিসার ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি নিজেও তামিমের সঙ্গে ব্যাংকক যাবেন।