Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

রেলওয়ের লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেলপথ উপদেষ্টা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ১২:৩৮ পিএম
Bangla Today News

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলওয়ের লোকসানের মূল কারণ হিসেবে দুর্নীতি ও অব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন। তার মতে, রেলওয়ে এমন একটি প্রতিষ্ঠান যেখানে এক টাকা আয় করতে আড়াই টাকার বেশি খরচ হয়। এই অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন।

বুধবার ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, "বর্তমান সরকার ঢাকা ও অন্যান্য বড় শহরের বাইরের অঞ্চলগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে। সেখানকার মানুষের চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।"

তিনি বিনা টিকিটে রেল ভ্রমণকে আরেকটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার মতে, রেলের ভাড়া অন্যান্য পরিবহনের তুলনায় অনেক কম হলেও কিছু যাত্রী ভাড়া না দিয়ে ভ্রমণ করেন। এভাবে চলতে থাকলে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি যাত্রীদের বিনা টিকিটে ভ্রমণকারীদের চিহ্নিত করে রেল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। রেলের লোকসান বাড়তে থাকলে সেবা কমানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না বলে তিনি সতর্ক করেন।

Leave a comment