সাবিনারা দক্ষিণ এশিয়ার ফুটবল টুর্নামেন্ট সাফে দুই বার চ্যাম্পিয়ন। তাই দক্ষিণ এশিয়ার অনেক ক্লাবেই নানা সময় আমন্ত্রণ থাকে সাবিনাদের। সম্প্রতি ভুটান লিগে খেলার প্রস্তাব ছিল ডিফেন্ডার মাসুরা ও ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপার। এই লিগে খেলার জন্য বাফুফে তাদের না ছাড়ার পক্ষেই।
Mustafiz gifted signed jersey by Dhoni before leaving Chennai Super Kings for national team duties
প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লির ঢল
Flash floods devastate 4 districts in Ctg division, over 100 villages submerged
বাফুফে নির্বাহী সদস্য ও মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ সাংবাদিকদের বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানি না। জুনে আমাদের এশিয়ান কাপের বাছাই খেলব। সেটার প্রস্তুতির দিকেই আমাদের বেশি মনোযোগ। ফলে কাউকে ছাড়া বোধহয় সম্ভবপর হবে না।'
গত বছর বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ও আরেক সিনিয়র ফুটবলার সানজিদা ভারতের লিগে খেলেছেন। এএফসি মহিলা লিগে বাংলাদেশের কোনো ক্লাব খেলার সুযোগ না পেলেও বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের ক্লাবে ছিলেন। যদিও অধিনায়ক সাবিনা নিবন্ধন জটিলতায় শেষ পর্যন্ত খেলতে পারেননি। বাফুফে বিগত সময়ে অনুমতি দিলেও চলতি বছর জুন পর্যন্ত নারী ফুটবলারদের ক্যাম্পেই রাখার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
নারী ফুটবলারদের বৃটিশ কোচ পিটার বাটলার আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবেন। আগামীকাল থেকে তার বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন শুরু। কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব রয়েছে। এই বিষয়টি এখনো মীমাংসা না হওয়ায় খানিকটা অস্বস্তি রয়েছে খেলোয়াড়দের মধ্যে।
নারী ফুটবলাররা বিগত সময়ে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ, কমলাপুর স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন। এবার বুয়েট মাঠে প্র্যাকটিস করবেন জাতীয় ফুটবলাররা। বুয়েটের মাঠ নিয়ে মহিলা উইংয়ের প্রধান বলেন, 'মাঠ একটু শক্ত। পানি দিয়ে অনুশীলন উপযোগী করা হবে।’ বুয়েটের মাঠে ক্লাব দলকে অর্থ দিয়ে অনুশীলন করতে হয়। জাতীয় দলের অনুশীলনে বুয়েট কর্তৃপক্ষকে অর্থ প্রদান করতে হয় না।
সাবিনারা ৩০ অক্টোবর নেপালে দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। আড়াই মাস পেরিয়ে গেলেও বাফুফে তাদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করতে পারেনি। সভাপতি তাবিথ আউয়াল দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ফুটবলারদের। বছরের শুরুতে ক্লাবগুলো নিয়ে সভায় বসেছিল নারী উইংয়ের চেয়ারম্যান। বাংলাদেশে ঘরোয়া লিগ কবে নাগাদ শুরু হবে সেটাও এখনো নিশ্চিত নয়।