তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে কিশোরগঞ্জের স্থানীয় বাসিন্দারা মহান আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন। ২৬ মার্চ বুধবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যপাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশের এক বিস্তীর্ণ ফাঁকা জমিতে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
স্থানীয় চিকনীরচর মধ্য জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তিনি এক বিশেষ খুতবা পাঠ করেন। খুতবায় তিনি উপস্থিত মুসল্লিদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান এবং বৃষ্টির জন্য দোয়া করেন। খুতবা শেষে দেশজুড়ে বৃষ্টির রহমত কামনায় এক বিশেষ দোয়া করা হয়।
30810 people arrived in Saudi to perform Hajj
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
Government's main aim to punish Tarek Zia: Nazrul
এই বিশেষ ইসতিসকার নামাজে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্য জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়াসহ আরও অনেকে। তীব্র খরায় ফসলের মাঠ শুকিয়ে যাওয়ায় এবং জনজীবনে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয়রা এই বিশেষ প্রার্থনার আয়োজন করেন। এ সময় মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানা
ন।