বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে এক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের অসঙ্গতি ও নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, দেশের নেতারা যা বলেন, তা নিজেরা অনুসরণ করেন না। অর্থাৎ, যারা সেবা দেন, তারা কখনও সেই সেবার ভোক্তা হন না।
হাসনাত আবদুল্লাহ সমাজে প্রচলিত কিছু নেতিবাচক প্রবণতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাজে সুদখোর, ঘুষখোর এবং সালিশ-দরবার ও থানা নিয়ে ব্যস্ত থাকা মানুষের সংখ্যা বাড়ছে। কিছু মানুষ স্কুলের ধারেকাছে না গিয়েও স্কুল কমিটির সভাপতি হতে চায়। তবে, তাদের দোষ না দিয়ে আমাদের সচেতনতার অভাবকেই তিনি দায়ী করেন।
Highway Police to deploy drones to monitor traffic flow this Eid
That's why Tamim-Imon in the T20 team
ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের
দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা কখনও দেবিদ্বারে থাকেননি, এখানকার অলিগলি চেনেন না, এখানকার বাজারে কেনাকাটা করেন না এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, তারাই দেবিদ্বারের নেতৃত্বে আসছেন। তিনি বলেন, দেবিদ্বারের সমস্যা তারাই সমাধান করতে পারবেন, যারা এই ভূমির সন্তান এবং এখানকার সমস্যা জানেন।
তিনি আরও বলেন, বংশ পরম্পরা রক্ষার মানসিকতার কারণে এমনটা হচ্ছে। দেবিদ্বারের স্থানীয় বাসিন্দারা এখানকার সমস্যা সম্পর্কে অবগত। তাই, স্থানীয় নেতৃত্বই দেবিদ্বারের জন্য উপযুক্ত।
অনুষ্ঠানে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও ইসলাম আরাফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।