Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

নাটোরে ডিসি বাংলোর পাশ থেকে এবার ব্যালট পেপার ও ডিভাইস উদ্ধার

সিয়াম ইসলাম

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ০২:০২ এএম
Bangla Today News

নাটোরের পুরাতন থানার পার্শ্ববর্তী পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার পর, শনিবার (২৯ মার্চ) সকাল থেকে পুকুরটি সেচ দিয়ে পানিশূন্য করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে, পুরাতন ডিসি বাংলোর নিকটবর্তী বাগান থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু পরিত্যক্ত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম এ প্রসঙ্গে জানান, নির্বাচন কমিশনের সাথে আলোচনার পর ব্যালট পেপারগুলো পুরাতন ডিসি বাংলোতে রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় পর্যায়ে টেন্ডারের মাধ্যমে এই ব্যালট পেপারগুলো ঠিকাদারের কাছে বিক্রি করা হয়। তবে, কিছু নষ্ট ডিভাইস ও ব্যালট পেপার গর্ত করে নষ্ট করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার পুরাতন ডিসি বাংলো সংলগ্ন কান্দিভিটি এলাকার তালাব পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এরপর, পুকুরে আরও অস্ত্র থাকার আশঙ্কা থেকে সেটি সেচ দিয়ে পানিশূন্য করার উদ্যোগ নেওয়া হয়। শনিবার দুপুর ১২টার দিকে, এনএসআই-এর সদস্যরা ডিসি অফিস বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যালট পেপার দেখতে পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু ব্যালট পেপার এবং নষ্ট নির্বাচনী ডিভাইস, কম্পিউটারের নষ্ট অংশ, স্ক্যানার মেশিনসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী দেখতে পান।

এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, এখানে নির্বাচনী ব্যালট রাখা ছিল, যা পরবর্তীতে জাতীয়ভাবে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। এছাড়া, গর্ত করে কিছু পরিত্যক্ত ব্যালট নষ্ট করা হয়েছে। পুরাতন ডিসি বাংলো পরিত্যক্ত হওয়ায় এর দরজা-জানালার সিটকানি নেই, ফলে কেউ নষ্ট ডিভাইস ও ব্যালট পেপার সেখানে ফেলে যেতে পারে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

Leave a comment