টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় শনিবার (২৯ মার্চ) রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ৮ বছর বয়সী ছেলে।
বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বরিশাল-রাজশাহী মুখোমুখি
Bangladesh preparation match canceled due to storm
Cyclone 'Asana' is approaching, how much impact will it have
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রঞ্জিত দাস (৫০) তার স্ত্রী বন্দনা দাস (৪০) এবং ছেলে দিবস দাস (৮) নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে বন্দনা দাস মারা যান, আর রঞ্জিত ও তার ছেলে গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত দাসও মারা যান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বন্দনা দাসের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দিবস দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।