Dhaka, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

নতুন রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:০২ পিএম
Bangla Today News

 

নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার (০৯ এপ্রিল) বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করেছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নিবন্ধন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল জানান, তাদের দল ২০১৮ সালে প্রথমবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে কিছু বিশেষ কারণে সেই সময় তারা নিবন্ধন লাভ করতে পারেনি। তিনি আরও বলেন, "আমরা বাছাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিলাম। তখন দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।"

আজকের দিনটিকে 'স্বপ্ন পূরণের দিন' আখ্যায়িত করে তিনি বলেন, "৫৪ বছর পর আমরা অবশেষে রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। প্রায় ৩ কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং এখন আমরা রাজনৈতিকভাবে নিজেদের অধিকার আদায়ের সুযোগ পেলাম। আমরা রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন বিস্তৃত রয়েছে। আমাদের দলের নির্বাচনী প্রতীক হলো রকেট।"

উল্লেখ্য, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে। দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদন করলেও প্রাথমিক বাছাই পর্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে, এই বিষয়ে দলটি উচ্চ আদালতের শরণাপন্ন হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি, হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে। আদালতের এই নির্দেশের ফলস্বরূপ আজ বিএমজেপি অবশেষে ইসির নিবন্ধন লাভ করলো।

Leave a comment