মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ ৩ দফা দাবিতে গণজমায়েত
পিলখানা হত্যা: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ভুক্তভোগী পরিবারগুলোর ৮ সদস্য
মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রাখুন, পুলিশকে সহযোগিতা করুন
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বশত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।
এদিকে ৬ জানুয়ারি সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, এঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তবে সাদিয় বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।