Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের করণীয়

Md Jahid

Md Jahid

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৫, ০৪:২৭ পিএম
Bangla Today News

রমজান মাসে যারা রোজা পালনে অক্ষম। অতিশয় পীড়িত, বয়োবৃদ্ধ, এমনকি দৈহিক দুর্বলতার কারণে রোজা রাখা অনেক কষ্ট সাধ্য ব্যাপার বা প্রাণহানি ঘটতে পারে। তাদের রোজার ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেন, 

﴾وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ﴿

অর্থ : আর যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য হলো ফিদয়া, এর বদলে একজন মিসকিনকে খাদ্য দেওয়া। কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে তা তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য বেশি কল্যাণকর, যদি তোমরা তা জানতে। (সুরা বাকারা, আয়াত : ১৮৪)

Leave a comment