‘আধুনিক ব্যবসায় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানি আইনের ১০টি মূলনীতিকে সংস্কার করা প্রয়োজন।’ আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ (আইসিএসবি) আয়োজিত এক কনভোকেশন অনুষ্ঠানে এ কথা বলেছেন বক্তারা। এ সময় তারা কোম্পানি আইন সংস্কারের প্রস্তাবও করেছেন।
এছাড়া কোম্পানি আইনে চার্টার্ড সেক্রেটারি অ্যাক্ট- সংযুক্ত করে, সংশোধনী বাস্তবায়নে সরকারকে জরুরি পদক্ষেপের অনুরোধও জানান।
রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে জামায়াত
রমজানে পণ্যের সংকট হবে না - বিভাগীয় কমিশনার
The new generation of Indian rich will own $382 billion in wealth
সভায় কর্পোরেট গর্ভন্যান্স, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই ব্যবসা পরিচালনায় কোম্পানি আইনের গুরুত্ব তুলে ধরা হয়।