Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের 'মতি' নামের গরু জবাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪, ১০:০১ এএম
Bangla Today News

রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে 'বাংলাদেশের জনগণ' ব্যানারে একটি দল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে একটি গরু জবাই করা হয়, যার নাম রাখা হয় 'মতি'।

বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনে সহায়তার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দাবি করেন। তাদের দাবি অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে তারা উক্ত পত্রিকাদ্বয়কে তওবা করানোর চেষ্টা করছেন।

Leave a comment