Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

অ্যাপাচি মটরসাইকেল না দেয়ায় নববধূকে পিটিয়ে হত্যা

Siam Islam

Siam Islam

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০০ পিএম
Bangla Today News

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায় যৌতুকের দাবিতে এক নববধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, স্বামী সুন্দর বাইখেদা গ্রামে বসবাসকারী মীনা নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন দুই বছর আগে। বিয়ের পর থেকেই মীনার উপর টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। এই নিয়ে নববধূকে কয়েকবার মারধরও করা হয়।

ঘটনার দিন, রোববার রাতে, সুন্দর তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী মীনাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর যৌতুকের দাবিতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ক্রমেই সহিংসতায় রূপ নেয়। সুন্দর একটি লাঠি দিয়ে মীনাকে নির্মমভাবে মারধর করেন এবং শেষ পর্যন্ত শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘটনাটি জানালে, মীনার বাবা বিজয় খাদক বানসি থানায় উপস্থিত হয়ে সুন্দরসহ তার মা, বোন এবং অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মীনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি চালায়।

Leave a comment