তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে ভারতের তেলেঙ্গানা সরকার। সাধারণ ধারা ভেঙে উপেক্ষিত এই গোষ্ঠীর মানুষদের এবার ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সকলের সমান অধিকারকে সম্মান জানানো এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ প্রদান করা।
এই পদক্ষেপের অংশ হিসেবে হায়দরাবাদ ট্রাফিক পুলিশ তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে, তাদের হায়দরাবাদে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োগ করা হবে এবং পরে রাজ্যের অন্যান্য এলাকাতেও ধীরে ধীরে তাদের নিযুক্ত করা হবে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি, নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা পাবেন তারা।
1650 MT onion to reach Bangladesh from India tonight: State minister
"Facebook-Youtube will be closed if the government does not listen"
Imran Khan's sentence suspended in Toshakhana case
তেলেঙ্গানা কংগ্রেস সরকারের মতে, এই উদ্যোগ শুধু ভারতে নয়, পুরো বিশ্বে নজিরবিহীন। এমন পদক্ষেপ যদি বাংলাদেশসহ অন্যান্য দেশেও গ্রহণ করা হয়, তাহলে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সামাজিক বৈষম্য কমানো এবং তাদের সমাজকল্যাণমূলক কাজে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।