মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্স এবং আল জাজিরা জানিয়েছে যে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় দাম বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তেল সরবরাহকারী দেশগুলোর অন্যতম ইরানের সামরিক পদক্ষেপে বিশ্ব উদ্বিগ্ন। এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ফলে সরবরাহ ব্যাহত হতে পারে এই আশঙ্কায় তেলের দাম $1.05 বা 1.48 শতাংশ বেড়ে 70.86 ডলার প্রতি ব্যারেল হয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, ব্রেন্ট ক্রুডের দাম 83 সেন্ট বা 1.13 শতাংশ বেড়ে 74.39 ডলার প্রতি ব্যারেল হয়েছে।
Meta to start labeling AI-generated content in May
Opportunity to study in Germany without IELTS
Afridi wanted to keep Shaheen away from the leadership
ইরান পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর (ওপেক) সদস্য। এই অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশ মঙ্গলবার ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকরা বলছেন, লেবানন ও গাজার যুদ্ধে ইরানের সরাসরি সম্পৃক্ততা তেল সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা বাড়ায়।