বিয়ে করেছেন আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান।
অবশ্য রশিদ খান একা নন, তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে তার আরও তিন ভাই। তারা হলেন আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।
ট্রাম্পের নতুন প্রশাসনে থাকতে পারেন যারা
That's why Maxwell withdrew from the XI
ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
বৃহস্পতিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন রশিদ খান ও তার তিন ভাই। যদিও নতুন চার বউয়ের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।
রশিদ খান ও তার ভাইরা ট্রেডিশনাল পাঠান সুট পরে বিয়ে করেছেন। বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে। রশিদের বিয়ের অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্তা, ক্রিকেটাররা ছাড়াও একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সতীর্থ থেকে ভক্তরা সকলেই জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রশিদকে।
এদিকে রশিদ খান ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মোহাম্মদ নবী। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।