লেবাননের রাজধানী বৈরুত এখন অনেকটাই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে বিমান হামলা এবং স্থল হামলা, সবকিছুই ইসরায়েলের নখদর্পণে। কিন্তু তারপরও, হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার ইসরায়েলি হত্যাচেষ্টা এড়িয়ে গেছেন।
শুক্রবার (১১ অক্টোবর) জাপান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আবারও নাফ নদী থেকে ১৫ নৌকাসহ জেলেদের নিয়ে গেল মিয়ানমার
Kia EV9 named ‘World Car of the Year 2024’ at New York International Auto Show
Bangladesh won the easy goal by making it difficult
তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর অন্তত একজন সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে মধ্য বৈরুতে ইসরায়েল বিমান হামলা চালায়। হামলাটি বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলির একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত হানে। যদিও সেই হামলায় 22 জন নিহত হয়েছিল, হিজবুল্লাহ কর্মকর্তা নিজেকে আক্রমণ থেকে মুক্ত রাখতে সক্ষম হন।
খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে ওয়াফিক সাফাকে টার্গেট করে ইসরাইল। যিনি হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান ছিলেন। তিনি লেবাননের নিরাপত্তা সংস্থার সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন। নিরাপত্তা সূত্র জানায়, ওয়াফিক বেঁচে গেছে।
এতে আরও বলা হয়, ইসরাইল এর আগে ওই এলাকায় হামলা করেনি। এমনকি বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কোনো সতর্কবার্তাও জারি করেনি। ইসরায়েলের চলমান অভিযানে মধ্য বৈরুতে এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত 24 ঘন্টায় 22 জন নিহত এবং 117 জন আহত হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে, দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীরা ক্রমবর্ধমান হুমকির মধ্যে রয়েছে।