Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ভেঙে দিয়েছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৪৩ এএম
Bangla Today News

দুই কোরিয়ার সীমান্তের কাছে আন্তঃকোরীয় সড়ক ও রেল লাইনগুলো বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই সড়ক ও রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় তারা। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। ফলে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণের সাথে সংযুক্ত কিছু সড়ক ও রেললাইনের উত্তরাংশ ধ্বংস করা হয়।

Leave a comment