সম্প্রতি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাশেম। তার নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’, তিনি বেশি দিন টিকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।
মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন। খবর রয়টার্সের।
A jailed stranger is now Africa's youngest president
KFC shutters over 100 restaurants in Malaysia amid pro-Palestine boycott
The United Nations is concerned about Bangladeshi workers detained in Malaysia
ইয়োভ গ্যালান্ট লিখেছেন- ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’
মূলত এ কথা বলে ‘হুমকি’ দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল।
অন্যদিকে এক্সে ইসরাইল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, তিনি (নাইম) যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে (হিজবুল্লাহপ্রধান) তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।
একই পোস্টে সতর্ক করে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ধ্বংস করা ছাড়া আর কোনো সমাধান নেই।
মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাইম কাশেমের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি সংগঠনের উপপ্রধান ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর তৎকালীন প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এরপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেমকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইল বিমান হামলা চালিয়ে তাকেও হত্যা করে।
১৯৫৩ সালে নাইমের জন্ম হয় বৈরুতে। তিনি হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে তাকে সংগঠনের উপপ্রধান করা হয়।
নাসরুল্লাহ মারা যাওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে নাইম প্রথম টেলিভিশনে এ নিয়ে কথা বলেছিলেন। লেবাননের অনেকের মতে, নাসরুল্লাহর মধ্যে যে ক্যারিশমা ছিল, তার অভাব রয়েছে নাইমের মধ্যে।