‘নীল দুর্গ’ ক্যালিফোর্নিয়ায় প্রত্যাশিত জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটি কয়েক দশক ধরেই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এনবিসি নিউজ বলেছে, ক্যালিফোর্নিয়ায় জিতে কমলা এ অঙ্গরাজ্যের ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভোট ব্যবধান কমালেন তিনি।
Menotti, the coach who won Argentina's first World Cup, has died
Pakistan announced the possible date of Eid-ul-Fitr
Trump on the way to victory as he takes over Senate and key battleground states
সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জিতেছিলেন। ভোট পেয়েছিলেন ৬৪ শতাংশ। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছিলেন ৩৫ শতাংশ ভোট। গতকাল মঙ্গলবারের নির্বাচনেও এর ব্যতিক্রমী হয়নি।