ইরানে স্থানীয়ভাবে নির্মিত উপগ্রহ কাওসার ও হুদহুদ থেকে প্রথম সংকেত পাওয়া গেছে, যা উপগ্রহ দুটির কার্যক্ষম অবস্থায় থাকার প্রমাণ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উপগ্রহ দুটি সম্প্রতি ইরান ও রাশিয়ার যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয়। মঙ্গলবারই প্রথম সংকেত পাঠিয়েছে কাওসার ও হুদহুদ। বিষয়টি নিশ্চিত করে ইরানের বেসরকারি কোম্পানি ওমিদফাজার সিইও হোসেইন শাহরাবি বুধবার জানান, সংকেত পাওয়া মানে উপগ্রহগুলোর সফল উৎক্ষেপণ, তাদের ক্যারিয়ার থেকে সঠিকভাবে বিচ্ছিন্ন হওয়া এবং তাদের অ্যান্টেনার সম্পূর্ণরূপে কাজ করা বুঝায়।
কাওসার ও হুদহুদ নামের উপগ্রহ দুটি মঙ্গলবার ভোরে পূর্ব রাশিয়া থেকে একটি সয়ুজ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে পৃথিবীর ৫০০ কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উপগ্রহ দুটির পাঠানো তথ্য ও চিত্র কৃষি, ভূমি জরিপ, পরিবহন এবং পরিবেশের ক্ষেত্রে ব্যবহার উপযোগী হবে।
বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম
AUSTRALIA LIKELY TO BAN SOCIAL MEDIA USE FOR THOSE UNDER 16
Russia hails record win for Putin in vote with no opposition
বিশেষ করে হুদহুদ উপগ্রহের বড় সুবিধা হলো- এটি আন্তর্জাতিক কাভারেজ এবং দূরবর্তী অঞ্চল, যেমন- বনাঞ্চল ও পাহাড়ের জন্য ইন্টারনেট অব থিংস (IoT) পরিষেবা দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। এই উপগ্রহ দুটির উৎক্ষেপণ মস্কো ও তেহরানের ক্রমবর্ধমান মহাকাশ সহযোগিতার প্রতিফলন এবং ইরানের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই দাবি ইরানি কর্তৃপক্ষের।