মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধু-বান্ধবের সঙ্গে সংযোগ রক্ষার পাশাপাশি অচেনা মানুষদের সঙ্গেও বন্ধুত্ব তৈরি করা সম্ভব।
সম্প্রতি ইনস্টাগ্রাম এআই জেনারেটেড প্রোফাইল পিকচার ফিচার চালুর উদ্যোগ নিয়েছে যা ব্যবহারকারীদের অনন্য, ক্রিয়েটিভ এবং ব্যক্তিগতকৃত প্রোফাইল পিকচার তৈরি করতে সহায়তা করে।
কাতারে অবৈধদের সাধারণ ক্ষমা শুরু
Social media ban for children under 14 years of age in the United States
এবার পশ্চিম তীরে সেনা অভিযানে নামছে ইসরায়েল
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের পছন্দের ডিজাইন এবং স্টাইল অনুযায়ী প্রোফাইল ছবি তৈরি করতে পারবেন।
১) একাধিক স্টাইলের অপশন: ব্যবহারকারীরা বাস্তবসম্মত, কার্টুনিশ, ফ্যান্টাসি, কিংবা বিমূর্ত স্টাইলে প্রোফাইল ছবি তৈরি করতে পারেন।
২) ব্যক্তিগতকরণ: আপনার ছবি আপলোড করে সেটিকে এআই-এর মাধ্যমে বিভিন্ন ফিল্টার ও এফেক্টে রূপান্তর করতে পারবেন।
৩) সহজ ব্যবহারযোগ্যতা: ফিচারটি ব্যবহার সহজ এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি কাজ করা যায়।
৪) ইউনিক ডিজাইন: প্রতিটি ছবি একেবারেই আলাদা ও ইউনিক, যা আপনার প্রোফাইলকে বিশেষভাবে তুলে ধরবে।
এআই-জেনারেটেড প্রোফাইল পিকচার অপশনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম যা মেটা লামা থ্রি এআই মডেল দ্বারা চালিত হবে। যদিও এটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ইনস্টাগ্রামে ব্যাবহারকারীদের জন্য খুব শিগগিরই এ ফিচার চালু করে দেওয়া হবে।
এআই জেনারেটেড ছবি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন এটি প্রোফাইলের উদ্দেশ্যের সঙ্গে মানানসই হয়। এছাড়া, সৃজনশীল ডিজাইন ব্যাবহার করতে হবে যাতে অন্যদের কাছে তা আকর্ষণীয় মনে হবে। ফিচারটি ইনস্টাগ্রামের প্রোফাইল আপডেটকে আরও সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলবে।