Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০১:৩১ এএম
Bangla Today News

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার বুধবার (20 সেপ্টেম্বর) 100 জন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তি কর্মসূচি অনুমোদন করেছে।

পাকিস্তানের সামা টিভি জানিয়েছে যে বাংলাদেশে ছাত্র জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।


অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর এবার পাকিস্তানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে পাকিস্তান সরকার।

সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন পুরো প্রক্রিয়ায় একটি 'ফোকাল' প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

সামা টিভি লিখেছে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে।

জানা গেছে, পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। এই সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে। এই স্কলারশিপে চার থেকে পাঁচ বছর বিনা পয়সায় পড়াশোনা করা যায়। অনলাইনে আবেদন করুন। প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে। যোগ্যতাভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি?

1. ন্যাশনাল কলেজ অফ আর্টস (NCA)

2. পাকিস্তান ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন

3. জাতীয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

4. কমস্যাট ইউনিভার্সিটি ইসলামাবাদ

5. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NUST)

6. গোলাম ইসহাক খান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIK) এবং

7. দ্রুত বিশ্ববিদ্যালয়।

বৃত্তি সুবিধা

* টিউশন ফি নেই

* হোস্টেল সুবিধা দেওয়া হবে

* শিক্ষার্থীরা জীবনধারণের জন্য অর্থ পাবে

* এয়ার টিকেট

Leave a comment