প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন ইসলামাবাদে মিছিল সহিংস রূপ নিয়েছে। দেশটিতে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য এবং অন্য দুই পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও মিছিলে দেশটির রাজধানী ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
Intel fires 15k employees, then offers free tea-coffee to boost 'morale'
FOR THE FIRST TIME, SIMPSONS PREDICTION ABOUT KAMALA HARRIS GOES WRONG
অবৈধ অভিবাসীদের তাড়াবেন ট্রাম্প, আতঙ্কে ভুগছেন অনেকে
এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে দেশটির শাহবাজ সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করতে সেনাবাহিনীকে অনুমোদন দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে অনাচার রোধে প্রয়োজনে কারফিউ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত করেছে যে নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত ও সমস্যা সৃষ্টিকারীদের উপর গুলি করার অনুমতি দেওয়া হয়েছে।
তারা বলেছেন, দুর্বৃত্ত ও চরমপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে।
জিও নিউজ বলছে যে সেনা মোতায়েন করা হয়েছে এবং শ্রীনগর হাইওয়েতে একটি মর্মান্তিক ঘটনার পর "দুর্বৃত্তদের" গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পিটিআই কর্মীরা রেঞ্জার্স কর্মীদের একটি গাড়িতে ধাক্কা দেয় বলে জানা গেছে। এর ফলে দুই পুলিশ কর্মকর্তাসহ চার রেঞ্জার্স সদস্য নিহত ও পাঁচজন আহত হন।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।
ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। বিক্ষোভকারীদের থামাতে দুই দিনের জন্য ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের থামাতে ইসলামাবাদের চারপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ইমরান খান ইসলামাবাদে পার্লামেন্ট অভিমুখে এবারের পদযাত্রাকে ‘চূড়ান্ত আহ্বান’ বলেছেন। গত বছরের আগস্টে পিটিআই প্রতিষ্ঠাতাকে কারাগারে পাঠানোর পর থেকে দলটি তার মুক্তির দাবিতে আন্দোলন করছে।
এর আগে, অক্টোবরের শুরুতে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভকে ঘিরে দেশটিতে ব্যাপক সহিংসতা দেখা দেয়।