Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজিল্যান্ডের রাজধানীতে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৬ এএম
Bangla Today News

নিউজিল্যান্ড রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনীত এই প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "ভৌগলিকভাবে নিউজিল্যান্ড মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হওয়ায় সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না।" বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়নরত রয়েছেন। এই হাইকমিশন স্থাপনের যাবতীয় ব্যয় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাহ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a comment