ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না।
কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না।" তিনি আরও বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে ভারত।"
Car fell on people breaking Iftar, 1 killed
হ্যারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছেন মানুষ
Tourist made history by becoming the first to reach 4,000 ratings on Codeforces
পররাষ্ট্র সচিবের মতে, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না, যা তাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়।