Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫

দিল্লির সব স্কুলে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী চিহ্নিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৯ পিএম
Bangla Today News

দিল্লির সব স্কুলকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের সঙ্গে এমসিডি’র এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত এবং তাদের কোনো প্রকার সনদ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে, জনস্বাস্থ্য বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ প্রদান না করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Leave a comment