দিল্লির সব স্কুলকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের সঙ্গে এমসিডি’র এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত এবং তাদের কোনো প্রকার সনদ না দেওয়ার সিদ্ধান্ত হয়।
আইপিএলকে টেক্কা দিতে সৌদি আনছে ৬ হাজার কোটির লিগ
Mustafiz got more bad news not being able to play a match
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
অন্যদিকে, জনস্বাস্থ্য বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ প্রদান না করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।