শীতকালীন ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে ল্যান্ড করেছে বলে জানিয়েছে দেশটির বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার। খবর এএফপির।
ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে তাদের ১১০০ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে আরও একটি ফ্লাইট আটলান্টা বিমানবন্দরে টেক-অফ করতে পারেনি।
মোদিকে 'অপমান', ভিডিও ভাইরাল
Will set sail in 2027 Titanic-2
গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা করেছে ইসরায়েল
ফ্লাইট ওয়্যার সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে। টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ এবং নর্থ ক্যারোলিনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। এ দুটি বিমানবন্দরে ১২শর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
এ সপ্তাহের শুরুতে আমেরিকার দক্ষিণ অঞ্চলে শীতকালীন ঝড়ের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে অন্তত পাঁচজন নিহত হন বলে জানা গেছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
এ বছর যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে অনেক অঙ্গরাজ্যে আবহাওয়া জরুরি অবস্থা জারি করা হয়। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।