আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে হবে তার শপথ অনুষ্ঠান। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে ডিসির অনেক বাসিন্দা সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে আলেজান্দ্রা হুইটনি-স্মিথ নামের এক নারী বলেছেন, ট্রাম্পকে তার দেশবাসী আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করায় তিনি ক্ষোভ থেকে ডিসি থেকে সরে যাচ্ছেন। তিনি চান না ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের স্বাক্ষী হতে।
আলেজান্দ্রা বলেন, “শপথ অনুষ্ঠানের সপ্তাহটি আমার জন্মদিনের সঙ্গে মিলে গেছে। আমি সাধারণত এই সময়টায় ডিসিতেই কাটাই। কিন্তু যখন নির্বাচন হয়, তখন আমি নিজেকে বলি, না আমি এখানে থাকতে পারব না।”
ট্রাম্পের ‘শপথ’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
হঠাৎ কেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ট্রাম্প?
নীল দুর্গ ক্যালিফোর্নিয়ায় বিজয়ী কমলা
ট্রাম্পের পুননির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি বলেন, “এটি হলো আমেরিকার কুৎসিত দিক। যেটি মানুষ স্বীকার করতে চায় না।”
টিয়া বাটলার নামের ডিসির আরেক বাসিন্দা বলেছেন, “২০২০ সালে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা যে হামলা চালিয়েছিল, এরপর থেকে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান উৎসবে থাকার আগ্রহ আমি হারিয়ে ফেলেছি।”
তবে একদিকে যখন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা চলে যাচ্ছেন, অপরদিকে অনেকে আসছেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপভোগ করতে অন্য অঙ্গরাজ্যের মানুষ ডিসিতে হোটেল বুক করেছেন। চাহিদা বাড়ায় সেখানে হোটেলের রুম ভাড়াও বেড়েছে।