অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যায় রোববার (২ ফেব্রুয়ারি) এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দেশের বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এবং কুমির থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। দেশটিতে নদীর পানির উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
এবার ওষুধ আমদানির ওপর শিগগিরই শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
Biden warns to stop arms supply to Israel if Rafa is attacked
‘যেন বোমা হামলা হয়েছে’, দাবানল নিয়ে বললেন বাইডেন
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাউনসভিলের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।
বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিলম্বিত হয়েছে।
কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি রোববার সতর্ক করেছেন, কেবল তীব্রতাই নয় বরং বন্যার স্থায়িত্বও বেশি।
স্থানীয় পুলিশের মতে, কেয়ার্নস থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে গ্রামীণ শহর ইনঘামে নৌকা ডুবে গেলে রোববার এক নারীর মৃত্যু হয়েছে। পরিবেশ বিভাগ জনগণকে শান্ত পানিতে ঘুরে বেড়ানো কুমিরের ব্যাপারে সতর্ক করেছে।
পূর্বাভাস বলছে, সোমবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু এলাকায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।