Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩১ পিএম
Bangla Today News

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এতে হামাসের তিনজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বাহিনীর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালের ড্রোন হামলার খবরটি প্রকাশ করেছে ‘টাইমস অব ইসরায়েল’। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ‘সশস্ত্র পুলিশ সদস্যরা তাদের সেনাদের দিকে এগোচ্ছিল।’ অপরদিকে, গাজার সংবাদমাধ্যগুলো বলছে, ‘নিহত পুলিশ সদস্যরা মিসর সীমান্তবর্তী রাফাতে ত্রাণের ট্রাক প্রবেশের বিষয়টি দেখভাল করছিলেন।’ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, দখলদার ইসরায়েল যেন পুলিশ সদস্যদের ওপর হামলা না চালায়, সে ব্যাপারে তাদের বাধ্য করা হয়। কারণ পুলিশ হলো বেসামরিক প্রশাসনের অংশ। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো দিনের শেষ দিকে আরেকটি ড্রোন হামলার তথ্য জানায়। এতে বলা হয়, একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বাহিনী। পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, যে গাড়িটিতে হামলা চালানো হয়েছে, সেটি অননুমোদিত রাস্তায় দিয়ে গাজার উত্তরাঞ্চলে যাচ্ছিল। তবে গাড়িতে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না সেটি এখনো জানা যায়নি

Leave a comment