Dhaka, বুধবার, মার্চ ১২, ২০২৫

সৌদিতে নামাজরত ইমাম মুসল্লিদের ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২ পিএম
Bangla Today News

পবিত্র রমজান মাসের আগে সৌদিআরবের সব মসজিদকে নতুননির্দেশনা জারি করেছে ইসলামধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে পবিত্র রমজানে তারাবির নামাজসহ কোনো নামাজে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ এবংমসজিদের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এমনকি কোনো সংবাদমাধ্যমও নামাজের ভিডিও সরাসরি সম্প্রচার করতে পারবে না।

মসজিদের ইমাম ও অন্যান্যদের এই নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে ইসলামধর্ম বিষয়ক মন্ত্রণালয়।সবাইযেন মসজিদের সঠিক ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে পারে সে জন্য সকলকে সহায়তা করতে ।
মূলত নামাজে আসা মুসল্লিদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য প্রতিবছর রমজানের আগ মুহূর্তেমসজিদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সকলকে এমন নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য রমজানের সময় সৌদি আরবের অনেক মসজিদে নামাজ সরাসরি সম্প্রচার করা হয় ছবি তোলা এবং ভিডিও করা হয় । যা অনেক সময় সাধারণ মুসল্লিদের জন্য সমস্যার কারণ হয়ে থাকে ।

Leave a comment