পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে ইতিকাফে বসতে এখন থেকে নিবন্ধন করতে হবে।
বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টা থেকে মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
4 of the hostage ship Photos of the pirates are out in the open
Direct attack on Israel, Iran told the US to stay away
স্যাটেলাইট কাওসার ও হুদহুদ থেকে প্রথম সংকেত পেল ইরান
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিরাই ইতিকাফ করার সুযোগ পাবেন। শর্ত পূরণ সাপেক্ষে ইতিকাফের নিবন্ধন করা যাবে। পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী জেনারেল অথরিটি বিভাগ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।তথ্যে বলা হয় নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পর পরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে।
ইতিকাফে বসা পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত।পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন তা পালন করা হয়। মসজিদে ইতিকাফে অবস্থান করে ইবাদতে মসগুল থেকে মহান আল্লাহর নৈকট্য লাভ করাই ইতিকাফের প্রধান কাজ।