সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। গতকাল থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা দেখা দিয়েছে ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানায়, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটার প্রভাব পড়বে মধ্যাঞ্চল জুড়ে।
দিল্লির সব স্কুলে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী চিহ্নিত করার নির্দেশ
আইপিএলকে টেক্কা দিতে সৌদি আনছে ৬ হাজার কোটির লিগ
Prime Minister wants to send Jyoti to Australia for training
শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোর সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্নজায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে।
এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করেযেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে বলে জানানো হয়।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমারপাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানান।
আবহাওয়াবিদরা বলছেন,, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। আর এই শৈত্যপ্রবাহ সেটিরই একটিঅংশ ।যা প্রায় প্রতিবছর সৌদিআরবে হয়ে থাকে তবে ইদানীংকালে এর প্রভাব প্রকট আকারে দেখা যাচ্ছে ।