টেসলার সিইও ইলন মাস্ক থেকে শুরু করে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস-সব হাই প্রোফাইল ব্যক্তির আইনজীবী হিসেবে বেশ জনপ্রিয় অ্যালেক্স স্পিরো। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের সবচেয়ে দামি আইনজীবীদের মধ্যে একজন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটানের এ আইনজীবী ঘণ্টায় ৩ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক নেন। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩ লাখ ৬৩ হাজারের বেশি।
If you go to India by sea, you will get an on-arrival visa
দেশের পতাকা হাতে ভারতের পতাকা মাড়ানোর ছবিটি এআই দিয়ে তৈরি
Hijacked ship runs out of food, pirates provide food from shore
স্পিরোর প্রতিষ্ঠানের নাম ‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’। দেশে এবং দেশের বাহিরে প্রতিষ্ঠানের ৩৫টি শাখা রয়েছে। প্রায় ১ হাজার আইনজীবী কাজ করেন এই প্রতিষ্ঠানে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি আদালতে তাদের আইনজীবীদের নতুন পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে। সূত্র বলেছে, সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন স্পিরো ও উইলিয়াম বার্ক। বার্ক প্রতিষ্ঠানটির বৈশ্বিক সহব্যবস্থাপনা অংশীদার। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী হিসেবে কাজ করেছেন।