পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের সব মুসল্লি। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে দ্বিতীয় রমজান। অপরদিকে বাংলাদেশের মানুষ আজ রোববার (২ মার্চ) প্রথম রোজা রাখছেন। বাংলাদেশে আজ প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হচ্ছে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ।
তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখান মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এরমধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।
There will be no toll booths on the road, toll will be deducted from the satellite
বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার কোন সংস্থা পেল?
নামাজ, রোজা, হজ্জ, যাকাতের চেয়েও একটা বড় সওয়াবের কাজ আছে
সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।
পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়— কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।
পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়।