Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্রের প্রাণহানি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ১১:১৬ এএম
Bangla Today News

ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানোয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এই বিমান হামলা চালানো হয়। হামাস পরিচালিত আল আকসা টিভি এই তথ্য নিশ্চিত করেছে।

আল আকসা টিভি জানায়, হামলার সময় আবদেল লতিফ আল-কানোয়া শরণার্থীদের একটি তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন। সেখানেই ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

নিহত আবদেল লতিফ আল-কানোয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক সভার একজন সদস্য ছিলেন। হামাসের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় হামাসের আরও একজন নেতা নিহত

হন।





 

Leave a comment